সুন্দর জীবন এবং কর্মক্ষেত্রে ভালো অভিজ্ঞতার জন্য সফট স্কিলসের ভূমিকা কতটুকু???What is the role of soft skills for a beautiful life and good experience at work???
আসুন আজ সুন্দর জীবনধারনের জন্য কিছু জানি। আমাদের জীবন প্রতিনিয়ত কিছু না কিছু দক্ষতার দ্বারা প্রভাবিত হয়।হার্ড স্কিলস এবং সফট স্কিলস দুইটাই আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর আর সাফল্যময় গড়ে তুলতে সাহায্য করে।হার্ড স্কিলস যেগুলো বলতে আমরা সাধারণত কর্মদক্ষতা,প্রাতিষ্টানিক দক্ষতাকে বুঝি।কিন্তু সফট স্কিলস বলতে বুঝায় পারিপাশ্বিক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার যে দক্ষতা তাকে। সুন্দর জীবন যাপনের জন্য আমাদের হার্ড স্কিলস এবং সফট স্কিলস দুইটাই প্রয়োজন।একটাকে ছাড়া অন্য আরেকটি মূল্যহীন। যেমন অনেকটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। সফট স্কীলস যে জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার একটা উদাহারণ দেওয়া যাক।।।। একটি প্রতিষ্ঠান তাদের কোম্পানিতে কর্মী নিয়োগ দিবে। নিয়োগকারী কর্মকর্তাগন তাদের আগ্রহী প্রর্থীদের থেকে কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানিক দক্ষতার বিবরণ সংগ্রহ করলো এবং সে সকল যোগ্যতা অনুযায়ী কর্মী নিয়োগও করলো।বেশ কিছু দিন ভালো ভাবে কর্মদিবস চলতে লাগলো কিন্ত কিছুদিন পরে কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল। কর্মীরা উদ্বতনদের নির্দেশনা মানছে না যার কারণে কোম্পানি সুনাম ক্ষতিগ্রস্ত হচ্চে।। তাহলে ভুলটা কি হয়েছে?? ভুল