চাকরী,ব্যবসা নাকি ফ্রীলান্সিং?ক্যরিয়ার কোথায় গড়বেন?


বর্তমানে বাংলাদেশে ক্যারিয়ার নিয়ে সবচেয়ে বেশি সিদ্বান্তহীনতায় ভুগেন তরুনেরা।কারণ সামাজিক ভাবেই আমরা পুরুষতান্ত্রিক সমাজ দ্বারা নিয়ন্ত্রিত।যার নিয়ন্ত্রণ পুরুষের কাছে থাকার ফলে আয়ের জন্য চিন্তা পুরুষদেরই করতে হয়।তবে ক্ষেত্র বিশেষে ভিন্ন।বর্তমানে নারীরাও যে পুরুষদের সাথে সমহারে পারিবারিক আয়ের সাথে সম্পৃক্ত তা দেশের বিভিন্ন মিল কার-কারখানার গুলোর দিকে নজর দিলে লক্ষ্য করা সম্ভব।কিন্ত তারপরও পারিবারিক ও সামাজিক ভাবেই পুরুষদের ক্যারিয়ারের দিকে নজর দিতে আমরা বেশি ভালোবাসি।তাই ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা আমাদের পুরুষ দের বেশি।



যখন আমরা ছোট থেকে বড় হতে থাকি সামাজিক ভাবেই হোক বা পারিবারিক ভাবেই হোক আমাদের মধ্যে আয়ের জন্য ক্যরিয়ারের জন্য বিশাল একটা চিন্তা আমাদের মস্তিকের মধ্য প্রবেশ করাই হয়।আমাদেরকে প্রায়ই বলা হয় লেখাপড়া শেষে ভালো একটা চাকরি করতে হবে,নিজের পায়ে দাড়াতে হবে।যার কারণে আমরা স্বাভাবিক ভাবেই চাকরির প্রতি বেশি আগ্রহী যার কারণে প্রতিবছর আমাদের দেশে বিশাল পরিমাণ বেকারত্বের সংখ্যা দেখতে হয়।শুরু হয় নানা সামাজিক অপরাধ যেমন বিভিন্ন অসমাজিক কাজ,মাদকাসক্ত হওয়া,ব্যাক্তিগত বিষাদ শেষমেশ আত্মহত্যা।


কিন্ত দেখেন বিষয়টা সে রকম নাও হতে পারতো যদি না আমাদেরকে ছোট থেকে মস্তিষ্কে চাকরির প্রতি আগ্রহটা প্রবেশ করা না হতো। যদি আমাদেরকে ছোট থেকে চাকরির চাইতে উদোক্ত্যা হতে বেশি আগ্রহ করা হতো থাহলে আমাদের দেশে আমাদেরকে প্রতিবছর এত বেকার দেখতে হতো না।দেশের অর্থনৌতিক উন্নয়ন ও হতো। তবে সে ব্যাপারে আমাদের সরকার যে আগ্রহটা এখন দেখাচ্চে তা যদি আরো ৫টা বছর আগে উদ্যেগ নিতো  তাহলে আমাদের দেশের বেকারের সংখ্যা অনেকটা কমে যেত বলে আমার ব্যক্তিগত মথামত।



তাহলে আমাদের দেশের এই রাষ্ট্রীয় সংকটের থেকে উত্তরনের উপায় কি? 

সেক্ষেত্রে রাষ্টের পাশাপাশি আমাদের যুবক সমাজেরও এগিয়ে আসতে হবে।আমাদের চাকরির চাইতেও বেশি মনোযোগ দিতে হবে আমাদের দেশের বিভিন্ন সময় উপযোগী পেশার দিকে যেখানে বিপুল পরিমান সম্ভবনা আছে।যেমন ফ্রীলান্সিং। 



ফ্রীলান্সিং কী?

ফ্রীলান্সিং হচ্চে মূলত মুক্ত পেশা।যেখানে আপনার বস আপনি।গতানুগতিক চাকরির মত আপনাকে কারো কাছে জবাবদিহি করতে হবেনা।তবে এক্ষেত্রে আপনি যে সেক্টরে কাজ করবেন সে সেক্টর সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা থাকতে হবে।এখন কথা হচ্চে অভিজ্ঞতা পাবেন কই? আমাদের দেশে বর্তমানে বিভিন্ন আইটি সেক্টর আছে যেগুলো উন্নতমানের প্রশিক্ষণ ব্যবস্হা করে থাকে। 

তবে বিশ্বস্ততার দিক থেকে  Harbour It অনেকটা এগিয়ে।

ফ্রিলান্সিং ছাড়াও আমরা বিভিন্ন প্রজনন শিল্প,বিভিন্ন রকম ব্যবসায় মনোযোগ দিতে পারি তবে সেক্ষেত্রে একটা ঝুকির সম্ভবভনা আছে। যারা ঝুঁকিমুক্ত আয়ের দিকে বেশি আগ্রহী তারা ফ্রীলান্সিং সেক্টরে মনোযোগ দিতে পারে বলে আমার পরামর্শ। 

তবে জীবন আপনার সিদ্বান্ত আপনার।

সবার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ

ফ্রীলান্সিং বিষয়ে কারো কোনো সাহায্য লাগলে 

যোগাযোগ 

 Phone 01640922733

Fb profile link https://www.facebook.com/ekon.dev.1

Email:mrekondev016@gmail 


Comments

Trends news said…
সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ❣️
Anonymous said…
তরুণদের অগ্রহ অনেকটা বেড়ে উটবে বলে আমার ধারণা❤️❤️